বিকার

বার্ধক্যজনিত সমস্যা

হোয়াইট সোয়ান ফাউন্ডেশন

জেরিয়াট্রিক বা বার্ধক্যজনিত সমস্যা

অ্যালঝাইমার্স ডিজিজ বা ডিমেনশিয়ার মতো বার্ধক্যজনিত মানসিক সমস্যা নিয়ে আমরা এই বিভাগে আলোচনা করব।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০৫০ সাল অব্দি প্রায় ২০০ কোটি মানুষ ষাটের কোটা পার হয়ে যাবেন। এদের মধ্যে আনুমানিক ১৫ শতাংশ লোকের মানসিক রোগে আক্রান্ত হবার সম্ভাবনা প্রবল।

অ্যালঝাইমার্স ডিজিজ একটি ক্ষয়মূলক ব্যাধি, যা বয়সের সাথে আমাদের স্মৃতিশক্তি ও স্বাধীনতা নষ্ট করে দেয়। অন্যদিকে ডিমেনশিয়া আমাদের স্মৃতিশক্তি, চিন্তাশক্তি আর ব্যক্তিত্বে আঘাত করে আমাদের দৈনন্দিন কাজকর্মে এক মস্ত বাধা হয়ে দাঁড়ায়।

আপনি এই লেখাগুলি পড়ে ব্যাধিগুলি কী এবং কেন হয়, এর উপসর্গ, রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতি এবং রোগীর পরিচর্যা সম্পর্কে জানতে ও বুঝতে পারবেন।