সম্ভাব্য মা-বাবারা যদি যৌথ পরিবারে বসবাস করেন তবে সন্তানের মায়ের যত্ন নেওয়া গোটা পরিবারেরই দায়িত্ব। আমাদের দেশে অনেক সময়ই গর্ভবতী মহিলারা তাঁদের ননদের বাড়িতে গিয়ে থাকেন। এতে আপাতদৃষ্টিতে সুবিধা হলেও অনেক সময়ই নানান মতবিরোধ দেখা দেয়। এই সময়ে পরিবারে সবার উচিৎ:
মায়ের সুষম এবং পুষ্টিকর খাদ্য সুনিশ্চিত করা।
তাঁকে মানসিক শান্তি এবং আনন্দে রাখা।
গর্ভাবস্থায় মহিলাদের মুড-সুইং বা উদ্বিগ্নতা হতে পারে। ধৈর্য হারাবেন না।
আপনার স্ত্রী’র স্বাধীনতায় হস্তক্ষেপ না করে তাঁর স্বাস্থের খবর রাখুন।
তাঁকে ভরসা দিন।
লিঙ্গ নির্বাচনের অপকারিতা সম্বন্ধে সবাইকে বোঝান।
দুটি পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখুন।