মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করার জন্য নেওয়া প্রস্তুতি

মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করার জন্য নেওয়া প্রস্তুতি

আমাদের চারপাশে মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞের যথেষ্ঠ অভাব থাকা সত্ত্বেও ইদানীং মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার জন্য একজন মানুষের প্রস্তুতির বিষয়টি ক্রমে  গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেহেতু রুগি ও ডাক্তারের পারস্পরিক যোগাযোগের মধ্যে সময়ের দীর্ঘ ব্যবধান থাকে সেহেতু ডাক্তারের সঙ্গে প্রথম সাক্ষাতেই যতটা সম্ভব গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করা জরুরি হয়ে দাঁড়ায়। তাই এইসময়ে রোগের লক্ষণ, কারণ এবং চিকিৎসা সম্পর্কে যতদূর সম্ভব স্পষ্ট ধারণা করে নেওয়া উচিত। সেই কারণে ওষুধ সংক্রান্ত প্রশ্ন, তাদের পার্শ্ব-প্রতিক্রিয়া এবং সম্ভাব্য বিকল্প ব্যবস্থার  বিষয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে মনে কোনও দ্বিধা না রাখাই দরকার। নীচে এমন  কতগুলো প্রশ্নের নমুনা দেওয়া হয়েছে যা একজন রুগি তার ডাক্তারকে করতে পারে-

একজন ডাক্তারের পক্ষ থেকে সঠিক রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসার পরিকল্পনা করা একান্ত জরুরি। এছাড়া রুগির কাছ থেকে কয়েকটি জরুরি তথ্য জানাও ডাক্তারের একান্ত প্রয়োজন। এক্ষেত্রে রুগির অসুখের সম্পূর্ণ ইতিহাস বা তার পারিবারিক অসুখ সম্পর্কে নানারকম তথ্য জানা একজন ডাক্তারের পক্ষে আবশ্যক হতে পারে। নীচে এমন কয়েকটি প্রশ্নের নমুনা দেওয়া হল যা একজন ডাক্তার তার রুগিকে করতে পারে-

প্রথমবার একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে নিজের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করা যায় তা নিয়ে নীচে আলোচনা করা হয়েছে।

Related Stories

No stories found.
logo
হোয়াইট সোয়ান ফাউন্ডেশন
bengali.whiteswanfoundation.org