মানসিক স্বাস্থ্য সকলের দায়িত্ব - দীনেশ ভুগড়া

আমরা যদি কোন মানসিক রোগীর প্রয়োজনীয়তা ও চিকিৎসাকে কেন্দ্রবিন্দু ধরি, তাহলে তাঁকে ঘিরে আছে তাঁর পরিবার এবং এই বৃহৎ সমাজ যাতে বিভিন্ন রাষ্ট্রনেতা, নীতি নির্ধারক, পেশাদার ব্যক্তি, শিক্ষক বা ধর্মগুরু বাস করেন। কাজেই মানসিক সাস্থ সবার দায়িত্বের বিষয়, বললেন প্রফেসর দীনেশ ভুগ্রা, অধ্যক্ষ, ওয়ার্ল্ড সাইকায়াট্রিক অ্যাসোসিয়েশন।

Related Stories

No stories found.
logo
হোয়াইট সোয়ান ফাউন্ডেশন
bengali.whiteswanfoundation.org