ব্যবহারের শর্তাবলী

 

হোয়াইট সোয়ানে আপনাকে স্বাগত জানাই। আমরা আপনাকে সেরা ব্রাউজিং অভিজ্ঞতা দেবার পাশাপাশি সেরা তথ্যাদিও একত্র করার চেষ্টা করি। আমাদের সাথে এই যাত্রা শুরু করার আগে আপনাকে অনুরোধ করব একবার নিচে দেওয়া ব্যবহারের শর্তাবলীগুলো পড়ে নিতে।

 

সাধারণ

হোয়াইট সোয়ানের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আইনত এইসব শর্তাবলী মেনে চলতে বাধ্য, যা প্রথমবার থেকেই কার্যকরী হবে। আমরা সময়ের সাথে সাথে এইসব শর্তাবলীতে পরিবর্তন আনতে পারি যা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। ওয়েবসাইটটি ক্রমাগত ব্যবহারের ফলে আপনি সমস্ত সংশোধিত শর্তাবলী মেনে চলতে চুক্তিবদ্ধ।  সেই অনুযায়ী আমরা আপনাকে নিয়মিত ব্যবহারের শর্তাবলী নিয়মিত ভাবে পড়ার পরামর্শ দিচ্ছি।

 

দাবিত্যাগ

এই ওয়েবসাইটে দেওয়া সমস্ত তথ্য সরল বিশ্বাসের ভিত্তিতে সংগৃহীত। সমস্ত তথ্যাদি সাম্প্রতিক ও নির্ভুল বলে বিশ্বাস করলেও আমরা তার নির্ভরযোগ্যতা, নির্ভুলতা বা সম্পূর্নতার দায় নিতে বাধ্য নই। আমরা কোনও চিকিৎসা পরিসেবা প্রদানকারী নই এবং আমরা পরামর্শের বদলে তথ্য প্রদান করি। পরিস্থিতি অনুযায়ী চিকিৎসা পেশার সাথে যুক্ত ব্যক্তির পরামর্শ ব্যতীত এই ওয়েবসাইটের ভিত্তিতে কোনও পদক্ষেপ গ্রহণ করা উচিৎ নয়। এই ওয়েবসাইট অথবা এর সাথে যুক্ত তৃতীয় পক্ষের ওয়েবসাইটসমূহ ব্যবহারের কারণে ঘটা যে কোনো পরোক্ষভাবে বা সরাসরি লোকসান বা ক্ষতি (প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ, অনুবর্তী বা আর্থিক)-এর জন্য আমরা আপনার বা অন্য কারওর প্রতি দায়বদ্ধ থাকব না।

 

গোপনীয়তা

আমাদের গোপনীয়তা নীতি ব্যবহারের শর্তাবলীর অন্তর্ভুক্ত এবং একত্রে পড়া উচিৎ। ব্যবহারের শর্তাবলীতে সম্মতি দেওয়ার অর্থ আপনি আমাদের গোপনীয়তা নীতির সাথেও সম্মত।

 

তৃতীয় পক্ষের ওয়েবসাইটসমূহ

এই ওয়েবসাইটে তৃতীয় পক্ষের দ্বারা পরিচালিত অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকতে পারে। আপনার সুবিধার জন্যই সেগুলো দেওয়া হয়েছে। সেগুলি হোয়াইট সোয়ান ফাইন্ডেশনের দ্বারা কোনও প্রচার, বিজ্ঞাপন বা সুপারিশ নয়। কেবলমাত্র সেই ওয়েবসাইটগুলি অ্যাক্সেস করার  সুবিধার্থেই লিঙ্কগুলি দেওয়া হয়। সেই ওয়েবসাইটগুলি অ্যাক্সেস করাকালীন আপনি আমাদের বদলে তাঁদের ব্যবহারের শর্তাবলীর অধীন থাকবেন।

 

কপিরাইট বা স্বত্ত

আলাদা না দেওয়া থাকলে, এই ওয়েবসাইটের সমস্ত সামগ্রী, যার মধ্যে লেখা, ছবি ও গ্রাফিক্স অন্তর্ভুক্ত (কিন্তু সীমাবদ্ধ নয়), হোয়াইট সোয়ান ফাউন্ডেশনের সম্পত্তি। সর্বস্বত্ত সংরক্ষিত। আপনাকে এই ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া হয়েছে যাতে আপনি এখানে উপলব্ধ তথ্যাদি নিজের ব্যাক্তিগত কম্পিউটারে অবাণিজ্যিক উদ্দেশ্যে পড়তে, জানাতে, ডাউনলোড করতে বা বা অবিকৃত রূপে এক কপি ছাপাতে পারেন। এই সমস্ত তথ্যাদি আগাম অনুমতি ছাড়া অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।  ‘দ্য হোয়াইট সোয়ান ফাইন্ডেশন’  নাম এবং লোগো হোয়াইট সোয়ানের ট্রেডমার্ক। অন্যান্য সংস্থার চিহ্ন, লোগো বা পরিচয় চিহ্ন তাঁদের স্বত্ত সংরক্ষিত সম্পত্তি। কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে আমাদের সাথে এখানে যোগাযোগ করুন।

 

আইনসীমা

আপনি সম্মতি দিচ্ছেন যে কোনো রকম বিবাদ অথবা দাবির নিষ্পত্তি তদানীন্তন ভারতীয় আইন অনুসারে শুধুমাত্র ব্যাঙ্গালোরের আদালতে করা হবে। আপনার পক্ষে যদি কেউ দাবি করেন তাহলে তাঁর ক্ষেত্রেও এই চুক্তি বলবৎ হবে।

 

গোপনীয়তা নীতি

হোয়াইট সোয়ান ফাউন্ডেশন আপনার গোপনীয়তা এবং আমাদের সাথে শেয়ার করা যেকোনো ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিম্নলিখিত অংশে আমরা কিভাবে আপনার ব্যক্তিগত তথ্যকে সংগ্রহ, ব্যবহার এবং রক্ষা করি তার ব্যাখ্যা দেওয়া হল।
 

তথ্য সংগ্রহ

আপনি স্বেচ্ছায় না করলে আমরা কক্ষনো এমন কোনও তথ্য সংগ্রহের চেষ্টা করিনা যাতে আপনার পরিচয় প্রকাশ হতে পারে। আমাদের সাথে ইমেলে বা সোশ্যাল মিডিয়াতে সরাসরি যোগাযোগ করলে অবশ্য আপনার পরিচয় আমরা জানতে চাইব। এই তথ্যাদি উপলব্ধ হবার সুবিধার্থে অথবা আমাদের বিভিন্ন প্রচার এবং উদ্যোগের সাথে যুক্ত হতে আপনাকে হয়ত একজন স্বেচ্ছাসেবক হিসেবে নথিভুক্ত করতে হতে পারে।  সেক্ষেত্রে আপনার নাম, ঠিকানা। বয়স, জন্মতারিখ, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের মতন ব্যাক্তিগত তথ্যাদি আমরা জানতে চাইতে পারি। কতটা তথ্য সেক্ষেত্রে আপনি জানাবেন তা একান্তই আপনার সিদ্ধান্ত। কিন্তু ক্ষেত্র বিশেষে যেমন স্বেচ্ছাসেবক হিসেবে নথিভুক্তকরনের  সময় ন্যূনতম কিছু তথ্য আমাদের জানা প্রয়োজন।

 

তথ্যের নিরাপত্তা

আমাদের সংগৃহীত যাবতীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দায়িত্ব সহকারে পদক্ষেপ গ্রহণ করি। এই সমস্থ তথ্যের কোনো রকম অপব্যবহার বা ক্ষতি থেকে এবং অননুমোদিত প্রকাশ থেকে আমরা রক্ষা করি। আপনার ব্যক্তিগত তথ্য একটি নিরাপদ স্থানে রাখা হয় যেখানে শুধুমাত্র অনুমোদিত কর্মীরাই প্রবেশ করতে পারেন। কোনোমতেই আপনার অনুমতি ছাড়া তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
 

তথ্যের ব্যবহার

আপনার ব্যক্তিগত তথ্য শুধুমাত্র সেইসব ক্ষেত্রে ব্যবহার করা হবে যদি আপনাকে কোন তথ্য প্রদান করা হয় অথবা আপনি আমাদের কোনও প্রচার বা উদ্যোগে অংশগ্রহণ করতে চান। আপনি যদি হোয়াইট সোয়ানের পক্ষ থেকে ইমেল পাবার সম্মতি দিয়ে থাকেন তবেই আপনাকে আমাদের অনুষ্ঠান, প্রচার ও বিভিন্ন কর্মসূচী সম্পর্কিত ইমেল পাঠানো হবে। প্রত্যেকটি ইমেলেই ভবিষ্যতে আনসাবস্ক্রাইব করার সুযোগ দেওয়া থাকবে। আপনার তথ্যের গোপনীয়তা সম্পর্কে কোনও প্রশ্ন বা অভিযোগ থাকলে আপনি আমাদের সাথে এখানে যোগাযোগ করতে পারেন।
 

কুকি

আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে আর ভাল করে তোলার অভিপ্রায়ে হোয়াইট সোয়ান ফাইন্ডেশনের ওয়েবসাইট কুকি ব্যবহার করে। পাঠকদের মানসিকতা বোঝার উদ্দেশ্যে আমরা সেই কুকির মাধ্যমে ব্রাউজিং চলাকালীন আপনার আচরণ লক্ষ করি। আপনার পছন্দ মনে রাখতেও আমরা কুকির ব্যবহার করি; যেমন প্রথমবার আপনি যে ব্যবহারের শর্তাবলীর পপ-আপ বক্সটিতে সম্মতি দেন, পরবর্তিকালে সেটি আর খোলে না। এর মধ্যে কোন তথ্যের সাহায্যেই আপনাকে ব্যক্তিগত ভাবে শনাক্ত করা সম্ভব নয়।

আমরা সময়ের সাথে সাথে এইসব শর্তাবলীতে পরিবর্তন আনতে পারি বিশেষত যখন কোনও নতুন আইন বা বিধান চালু করা হয়। সেক্ষত্রে নতুন সংশোধনগুলি আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। ওয়েবসাইটটি ক্রমাগত ব্যবহারের ফলে আপনি সমস্ত সংশোধিত শর্তাবলী মেনে চলতে চুক্তিবদ্ধ। সেই অনুযায়ী আমরা আপনাকে নিয়মিত গোপনীয়তা নীতি পড়ার পরামর্শ দিচ্ছি। এই গোপনীয়তা নীতিটি ফেব্রুয়ারি ৩, ২০১৫ তে সংশোধন করা হয়েছে।

logo
হোয়াইট সোয়ান ফাউন্ডেশন
bengali.whiteswanfoundation.org