গর্ভাবস্থায় একজন মহিলার প্রতি তাঁর স্বামীর দায়িত্ব

গর্ভাবস্থায় একজন মহিলার প্রতি তাঁর স্বামীর দায়িত্ব

আমাদের দেশে সাধারণত একজন বাবা নিজেকে শুধু অর্থ উপার্জনের ভূমিকাতেই সীমিত রাখেন। ফলে নতুন মায়েরা আনন্দ ও উৎসাহের বদলে দুশ্চিন্তাগ্রস্ত এবং নার্ভাস হয়ে পড়েন। সেইজন্যই তাঁর পাশে তাঁর জীবনসঙ্গীর থাকাটা খুবই প্রয়োজনীয়। কিন্তু তা থেকে তাঁরা বিরত হন কারণ, হয় তাঁরা এই বিষয়ে কিছু জানেন না, বা তাঁদের মনে হয় যে এই সম্পূর্ণ দায়িত্বটাই মহিলা মহলের অন্তর্গত। নিজের জীবনসঙ্গীর সঠিক সহায়তা সেই মহিলাকে যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে একটা সুন্দর ও স্মরণীয় মাতৃত্ব উপহার দিতে পারে। তাই আসুন জেনে নেই যে পিতা হিসেবে আপনার কি করনীয়?

- মায়ের সাথে আলোচনা করে আপনার ছোট্ট অতিথির আগমনের প্রস্ততি নিন। এই সময় আপনি আগামী দিনের খরচের হিসাব, শিশুর চাহিদা অনুসারে ঘর গোছানো এবং মায়ের সুবিধা অনুযায়ী সব রকম ব্যাবস্থা নিশ্চিত করতে পারেন।

- তাঁকে নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে যান এবং তাঁর স্বাস্থ্য সম্পর্কে জেনে নিন।

- তাঁর খাওয়া-দাওয়া এবং ওষুধপত্রের দিকে নজর রাখুন।

- এই সময়ে মহিলাদের মুড স্যুইং হওয়া স্বাভাবিক। ধৈর্য্য হারাবেন না।

- তাঁকে সবসময় আনন্দে রাখুন এবং তাঁর যত্ন নিন।

- সাংসারিক অশান্তিতে তাঁর পাশে দাঁড়ান। ভুলে যাবেন না যে আপনারা এখন এক ও অদ্বিতীয়।

Related Stories

No stories found.
logo
হোয়াইট সোয়ান ফাউন্ডেশন
bengali.whiteswanfoundation.org