প্রমুখ মানসিক বিকার

Published on
Q

প্রমুখ মানসিক বিকার

A

এই সূচিতে সেইসব মানসিক বিকারের বর্ণনা রয়েছে যা ভারতে সচরাচর দেখা যায়। ডিপ্রেশন বা বিষণ্ণতার অথবা অবসাদের মত উপসর্গ, যা অনেক সময় মানসিক চাপ জনিত লঘু সমস্যা হিসেবে ধরে নেওয়া হয়, সেগুলি অনেক ক্ষেত্রেই গুরুতর মানসিক ব্যাধির আকার ধারণ কোরে রোগীর মধ্যে নানা উপসর্গ সৃষ্টি করে। এইধরনের বিকারে আক্রান্ত ব্যক্তির সঠিক সময়ে মধ্যস্থতা আর সহযোগিতার প্রয়োজন হয় এবং বিশেষজ্ঞের পরামর্শ মেনে বিকারের চিকিৎসা করানো একান্তভাবে জরুরি।

logo
হোয়াইট সোয়ান ফাউন্ডেশন
bengali.whiteswanfoundation.org