জীবন পর্যায়ের বিকার

Published on
Q

জীবন পর্যায়ের বিকার

A

এই পর্বে বিভিন্ন মানসিক বিকার, যা জীবনের নানান পর্যায়ে হতে পারে, তাই নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন শৈশবকালীন মনোবিকার যা শিশু বয়েসই দেখা যায়। এগুলি ডেভেলাপমেন্টাল ডিসঅর্ডার বা বিবর্তনশীল বিকার যেমন অটিস্ম, বুদ্ধিগত প্রতিবন্ধকতা, বাক্যালাপ সমস্যা এবং লার্নিং ডিসেবিলিটি। আর অন্য দিকে রয়েছে বার্ধক্যজনিত সমস্যা যেগুলি বয়েসের সাথে সাথে প্রকট হয়, যেমন ডিমেনশিয়া এবং অ্যালঝাইমার্‌স ডিসিস্‌। 

logo
হোয়াইট সোয়ান ফাউন্ডেশন
bengali.whiteswanfoundation.org