তবে বেশীরভাগ দিনে আমিই যথেষ্ট

তবে বেশীরভাগ দিনে আমিই যথেষ্ট

Published on

ক্লাসে সব থেকে পিছিয়ে থাকা

স্কুলের নাটকে মোটা বাচ্চার ভূমিকা পালন করা – হকি স্টিক নিয়ে সবাইকে ভয় দেখানো

নিজের মাপের জিন্স কখনো খুঁজে না পাওয়া

নিজের মাপের বন্ধু কখনো খুঁজে না পাওয়া

মনে মনে ভাবা যে রোগা বন্ধুগুলো কি শুধু এই জন্য সাথে ঘোরে কারণ আমি বিশ্রী

আমার ভাবনা এত নিচু নিয়ে রাগ করা, আবিষ্কার করা যে মানুষ কত নিচু মনের হতে পারে

না খেয়ে ডায়েটিং করা, জিমে মাথা ঘুরে পড়ে যাওয়া

সিগারেট খেলে রোগা হয় শুনে ধোঁওয়ার কাঠিতে সুখটান দেওয়া

আমাকে যে সুন্দর বলেছে তার সাথে সেক্স করা

অক্ষম করে দেওয়া সামাজিক উদ্বেগ

নিজেকে বাজে ফেমিনিস্ট মনে করা

আমেরিকাজ নেক্সট টপ মডেল দেখা

কোথাও পড়া যে নিজের শরীরকে ভালবাসা প্রতিরোধের আচরণ।

আমি প্রতিরোধ করতে পারিনা ভালভাবে

কিন্তু চেষ্টা করছি। রোগা নয়, সুস্থ হতে চাই

মেক-আপ করি, অন্যের জন্য নয়, নিজের জন্য

১০ কিলোমিটার দৌড়াই

না খেয়ে মরি না

বেশী বেশী খাই না

কখনো হয়তো ভুলে যাই

তবে বেশীরভাগ দিনে আমিই যথেষ্ট

- কাব্যা, ২৫  

logo
হোয়াইট সোয়ান ফাউন্ডেশন
bengali.whiteswanfoundation.org