অটিজম: ভুল ধারণা এবং বাস্তব
Santanu

অটিজম: ভুল ধারণা এবং বাস্তব

Published on

ভুল ধারণা: অটিজম একটি মানসিক ব্যাধি।
বাস্তব: অটিজম একটি স্নায়বিক সমস্যা যার ফলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয়। এটি কোনও মানসিক ব্যাধি নয়।

ভুল ধারণা: অটিজম শুধু ছেলেদেরই হয়।
বাস্তব: যদিও দেখা গেছে যে অটিজমে ছেলেরাই বেশী আক্রান্ত হয়, কিন্তু এই রোগ ছেলে বা মেয়ে উভয়েরই হতে পারে।

ভুল ধারণা: অটিজম কখনও সারে না এবং এই রোগের কোনও চিকিৎসা নেই।
বাস্তব: বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং আচরণগত হস্তক্ষেপের মাধ্যমে এই রোগের সাথে যুঝে ওঠা সম্ভবপর। অধিকাংশ শিশুই তার ফলে স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে এবং স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়। অটিজম রোগীরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান হবার ফলে তাদের পছন্দের বিষয়ে সেরা হয়ে উঠতে পারে।

ভুল ধারণা: অটিজমে আক্রান্ত শিশুরা কোনদিন কথা বলা শিখতে পারে না।
বাস্তব: ঠিক সময় চিকিৎসা শুরু করা গেলে তাদের বাক্যালাপের বিকল্প উপায় শেখানো সম্ভব।

ভুল ধারণা: সকল শিশুদের ক্ষেত্রেই অটিজমের উপসর্গ একরকম হয়।
বাস্তব: অটিজম একরকমের স্পেকট্রাম ডিসঅর্ডার, অর্থাৎ এর উপসর্গসমূহ বিভিন্ন কম্বিনেশনে বা মিশ্রণে দেখা যায় যা ব্যক্তিবিশেষে আলাদা আলাদা প্রভাব ফেলে। দুজন শিশুর প্রতিকূলতা কখনই একরকম হতে পাররে না।

ভুল ধারণা: একজন চিকিৎসকের পক্ষে অটিজম রোগটির ব্যাপারে জানাটা খুবই স্বাভাবিক।
বাস্তব: চিকিৎসা জগতের সামান্য একটা অংশ এই রোগ সম্পর্কে জানেন। অধিকাংশ ডাক্তারেরই অটিজমের যথার্থ জ্ঞান এবং চিকিৎসা ক্ষমতা নেই। একজন দক্ষ শিশুরোগ বিশেষজ্ঞের ব্যাপারে যথেষ্ট খোঁজ খবর নিয়ে তবেই তার কাছে নিজের সন্তানকে নিয়ে যাবেন।

logo
হোয়াইট সোয়ান ফাউন্ডেশন
bengali.whiteswanfoundation.org