মাতৃত্ব
পডকাস্টঃ খুব অসহায় এবং অপর্যাপ্ত বোধ হত
মাতৃত্বের দায়িত্ব পালন এবং মা হওয়ার পরে জীবনযাপনের রুটিনে হঠাৎ পরিবর্তনের ফলে একজন মায়ের মনে দিশাহারা বোধ জাগে। এই সাক্ষাৎকারে একটা বাচ্চার জন্ম দিতে গিয়ে একজন মায়ের মনে সৃষ্টি হওয়া একাকিত্ব ও কলঙ্কের যে বোধ জাগে সেই বিষয় নিয়ে হোয়াইট সোয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে আদিবা মুজফফ্র কথা বলেছিলেন ভেদাশ্রী খাম্বেট শর্মার সঙ্গে। এমনকী কোনও মা যদি সম্পূর্ণ স্বাভাবিক পদ্ধতিতে সন্তানের জন্ম দেয় তাহলে সেই সদ্যোজাত বাচ্চার যত্নের ক্ষেত্রেও সে শারীরিকভাবে ক্লান্ত ও মানসিকভাবে চাপের মুখোমুখি হয়। আর এটাই প্রসব-পরবর্তী সময়ে একজন মায়ের জীবনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়।