প্রসব পরবর্তী অবসাদ: ভুল ধারণা এবং বাস্তব

প্রসব পরবর্তী অবসাদ: ভুল ধারণা এবং বাস্তব

ভুল ধারণা: যদি উপেক্ষা করি বা ভালো কথা চিন্তা করি, তাহলেই আমার মন খারাপ-ভাব সেরে যাবে।
বাস্তব: পোস্ট পারটাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী অবসাদ শুধু মন খারাপ অনুভব করা না, এটা একধরনের মানসিক ব্যাধি যার চিকিৎসা করানো উচিৎ।

ভুল ধারণা: প্রসব পরবর্তী অবসাদ চারিত্রিক দুর্বলতার লক্ষণ।
বাস্তব: বুদ্ধিদীপ্ত, দৃঢ় মানসিকতা মহিলাদের মধ্যে প্রসব পরবর্তী অবসাদ হতে দেখা গিয়েছে। আপনার চারিত্রিক দুর্বলতা বা অক্ষমতা এর জন্য দায়ী না।

ভুল ধারণা: প্রসব পরবর্তী অবসাদের ওষুধ সেবন করলে সন্তানকে স্তনপান করানো যায় না।
বাস্তব: প্রসব পরবর্তী অবসাদের কিছু ওষুধ সন্তানের স্তনপানে কোন বাঁধা সৃষ্টি করেনা। এই বিষয়ে আরও বিষদে জানতে আপনার ডাক্তার বা ল্যাকটেশন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।

ভুল ধারণা: প্রসব পরবর্তী অবসাদ সন্তানের জন্মের প্রথম কিছু মাসের মধ্যেই হতে পারে।
বাস্তব: প্রসব পরবর্তী অবসাদ বা পোস্ট পারটাম ডিপ্রেশন গর্ভাবস্থার সময় বা সন্তান প্রসবের এক বছর অবধি যে কোন সময়ে হতে পারে।

ভুল ধারণা: প্রথম সন্তানের জন্মের সময় পোস্ট পারটাম ডিপ্রেশন না হয়ে থাকলে পরবর্তী গর্ভাবস্থায় হয় না।
বাস্তব: পোস্ট পারটাম ডিপ্রেশন যে কোন সন্তানের জন্মের সময় হতে পারে। 

Related Stories

No stories found.
logo
হোয়াইট সোয়ান ফাউন্ডেশন
bengali.whiteswanfoundation.org