মানসিক রুগীদের শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা

Published on

যে ব্যক্তিরা মানসিক রোগে আক্রান্ত তাদের অন্যান্য সাধারণ শারীরিক সমস্যাও থাকতে পারে। এটা মানসিক রোগের ধরণ বা ওষুধের জন্য হতে পারে, বা অসুস্থতার কারণে হওয়া জীবনধারার পরিবর্তনের জন্য হতে পারে।

একজন ব্যক্তির স্বাস্থ্যের উপর মানসিক রোগের প্রভাব বিভিন্ন ভাবে পরতে পারে। যেমন – শরীরে ব্যথা-বেদনা, ওজন বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ বা ডায়বেটিস, যা গুরুতর মানসিক রুগীদের ক্ষেত্রে অনেক বছর ধরে ওষুধ খাওয়ার ফলে হতে পারে। মাদক বা নেশার দ্রব্য অপব্যবহারের কারণে হওয়া মানসিক রোগের ক্ষেত্রেও সময়ের সাথে সাথে নানা ধরণের শারীরিক সমস্যা হয়।

এর মধ্যে এমন অনেক সমস্যা আছে যার চিকিৎসা গোড়াতে শুরু করলে ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ওষুধের পরিমাণ কামিয়ে বা ওষুধ পাল্টে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আপনি যদি মানসিক রুগী হন বা এমন রুগীর পরিচর্যাকারী হন, তাহলে এই সংকেতগুলির প্রতি নজর রাখুন যাতে সাহায্য চাইতে বা জীবনধারায় পরিবর্তন ঘটাতে দেরী না হয়। 

logo
হোয়াইট সোয়ান ফাউন্ডেশন
bengali.whiteswanfoundation.org