ইসিটি: ভুল ধারণা এবং বাস্তব
ভুল ধারণা: ইসিটি রোগীর স্মৃতি নষ্ট করবার জন্যে দেওয়া হয়।
বাস্তব: কোনও কোনও ক্ষেত্রে বৈদ্যুতিক প্রবাহের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে সাম্প্রতিক ঘটনা ভুলে গেলেও অধিকাংশ ক্ষেত্রেই তা আমাদের স্মৃতির ওপর কোনও প্রভাব ফেলে না।
ভুল ধারণা: মানসিক রোগের চিকিৎসা কেন্দ্রে ভর্তি হলে রোগীর অজান্তে তাঁকে বিদ্যুতের শক দেওয়া হয়।
বাস্তব: রোগী ও রোগীর পরিবারের সঙ্গে আলোচনা করার পরে তাঁদের অনুমতি নিয়েই ইসিটি দেওয়া হয়ে থাকে।
ভুল ধারণা: এটি একটি বীভৎস যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা।
বাস্তব: চিকিৎসা চলাকালীন যাতে রোগী কোনও রকম যন্ত্রণা না পান তাই তাঁকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়।
ভুল ধারণা: ইসিটির ফলে আমাদের বুদ্ধি ও ব্যক্তিত্ব প্রভাবিত হয়।
বাস্তব: আমাদের ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তায় ইসিটির কোনও প্রভাব পড়ে না।
ভুল ধারণা: ইসিটি শাস্তি স্বরূপ দেওয়া হয়ে থাকে।
বাস্তব: ইসিটি কোনও শাস্তি না। এটি একটি যন্ত্রণাবিহীন চিকিৎসা পদ্ধতি।
ভুল ধারণা: যখন অন্য কোনও চিকিৎসায় ফল পাওয়া যায়না, তখন মনোবিদ ইসিটির আশ্রয় নেন।
বাস্তব: অন্যান্য চিকিৎসার পাশাপাশি সেই মুহূর্তে রোগীর মঙ্গলের কথা মাথায় রেখে চিকিৎসক ইসিটির পরামর্শ দিয়ে থাকেন। তবে রোগী সেই ব্যাপারে অনিচ্ছুক থাকলে চিকিৎসক অন্যান্য পদ্ধতিতেও চিকিৎসা করে থাকেন।
ডাঃ প্রীতি সিনহা, ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেজ (নিমহান্স), ব্যাঙ্গালোর দ্বারা সংকলিত।